হিরের টুকরার মতো শিশির দেখে প্রচণ্ড কৌতূহল নিয়ে মেয়ে বলল, ‘এরা কই থাকে?' 'আকাশে থাকে মা, সন্ধ্যা হতেই ঝুপ ঝুপ করে নামে।’ ‘সন্ধ্যাতেই নামে কেন?’ 'ওরা দিনের আলো সহ্য করতে পারে না।’ 'কেন পারে না?’ ‘ওদের শরীর নরম।’ শোভা আরও ঘনিষ্ঠ হয়ে এলো আমার, বুঝলাম এবার আরও অনেক অনেক, অনেক প্রশ্ন আসবে, কি আসবে তা আমি আন্দাজ করতে পারছিলাম, কিন্তু আমাকে অবাক করে সে বলল, ‘আকাশ কি শিশিরের পাপা?’
হিরের টুকরার মতো শিশির দেখে প্রচণ্ড কৌতূহল নিয়ে মেয়ে বলল, ‘এরা কই থাকে?' 'আকাশে থাকে মা, সন্ধ্যা হতেই ঝুপ ঝুপ করে নামে।’ ‘সন্ধ্যাতেই নামে কেন?’ 'ওরা দিনের আলো সহ্য করতে পারে না।’ 'কেন পারে না?’ ‘ওদের শরীর নরম।’ শোভা আরও ঘনিষ্ঠ হয়ে এলো আমার, বুঝলাম এবার আরও অনেক অনেক, অনেক প্রশ্ন আসবে, কি আসবে তা আমি আন্দাজ করতে পারছিলাম, কিন্তু আমাকে অবাক করে সে বলল, ‘আকাশ কি শিশিরের পাপা?’