শরদিন্দু অমনিবাস (প্রথম-দ্বাদশ খণ্ড) গ্রন্থে সঙ্কলিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় রচনা বিষয় অনুসারে এক একটি খণ্ডে বিন্যস্ত করার নব পরিকল্পনা অনুযায়ী নতুন রচনাবিন্যাসের প্রথম পর্যায়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সমুদয় গোয়েন্দা কাহিনী একত্রে ব্যোমকেশ সমগ্র নামে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে (মে ১৯৯৫) । বর্তমানে দ্বিতীয় পর্যায়ে লেখকের যাবতীয় ঐতিহাসিক কাহিনী ঐতিহাসিক কাহিনী সমগ্র নামে প্রকাশিত হল ।
গ্রন্থের ঐতিহাসিক কাহিনীগুলি হলঃ পাঁচটি উপন্যাস - কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে এবং সতেরোটি গল্প ।
শরদিন্দু অমনিবাস (প্রথম-দ্বাদশ খণ্ড) গ্রন্থে সঙ্কলিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় রচনা বিষয় অনুসারে এক একটি খণ্ডে বিন্যস্ত করার নব পরিকল্পনা অনুযায়ী নতুন রচনাবিন্যাসের প্রথম পর্যায়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সমুদয় গোয়েন্দা কাহিনী একত্রে ব্যোমকেশ সমগ্র নামে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে (মে ১৯৯৫) । বর্তমানে দ্বিতীয় পর্যায়ে লেখকের যাবতীয় ঐতিহাসিক কাহিনী ঐতিহাসিক কাহিনী সমগ্র নামে প্রকাশিত হল ।
গ্রন্থের ঐতিহাসিক কাহিনীগুলি হলঃ পাঁচটি উপন্যাস - কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে এবং সতেরোটি গল্প ।