আবুবকর সিদ্দিকের ‘বারুদপোড়া প্রহর’ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী গণআন্দোলন (১৯৮২-৯০) নিয়ে লেখা উপন্যাস। ১৯৮৮ সালে এই কাহিনীর প্রথমাংশ লেখা হয়। তখনকার শ্বাসরোধী দুঃশাসনের দরুণ এ লেখা স্বদেশে প্রকাশের মুখ দেখতে পায়নি। অগত্যা চোরা পথে চালান করে দিতে হয় পাশের দেশে। ওখানে ১৯৯০-এর ‘লাল নক্ষত্র’ পত্রিকার পূজো সংখ্যায় ছাপা হয়। রচনার আট বছর পর ১৯৯৬ সালে বাংলাদেশে বই আকারে প্রকাশ পায়।
‘বারুদপোড়া প্রহর’ বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালের এক অসধারণ শক্তিশালী প্রতিচিত্র।
আবুবকর সিদ্দিকের ‘বারুদপোড়া প্রহর’ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী গণআন্দোলন (১৯৮২-৯০) নিয়ে লেখা উপন্যাস। ১৯৮৮ সালে এই কাহিনীর প্রথমাংশ লেখা হয়। তখনকার শ্বাসরোধী দুঃশাসনের দরুণ এ লেখা স্বদেশে প্রকাশের মুখ দেখতে পায়নি। অগত্যা চোরা পথে চালান করে দিতে হয় পাশের দেশে। ওখানে ১৯৯০-এর ‘লাল নক্ষত্র’ পত্রিকার পূজো সংখ্যায় ছাপা হয়। রচনার আট বছর পর ১৯৯৬ সালে বাংলাদেশে বই আকারে প্রকাশ পায়।
‘বারুদপোড়া প্রহর’ বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালের এক অসধারণ শক্তিশালী প্রতিচিত্র।